আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন নির্বাচনে গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্নভাবে ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও দিয়ে যাচ্ছেন প্রতিশ্রুতির বার্তা। সুশীল সমাজ ও সিনিয়র রাজনৈতিকরা মনে করছেন,নীরব ভোট বিপ্লব হতে পারে এবার।
সদর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অধ্যাপক কাজি তুফরিজ এটন। শক্ত প্রার্থী হিসাবে স্বতন্ত্র হয়ে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে আছেন ব্যবসায়ী জয়নাল আবেদিন।
এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটার ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করায় অধ্যাপক কাজি তুফরিজ এটন বেশ কয়েকটি কারণে ভালো অবস্থানে আছেন।
তার মধ্যে উল্লেখ যোগ্য হলো,পারিবারিক ঐতিহ্য, ক্লিন ইমেজ এবং প্রায় ২১ বছর ধরে শিক্ষাকতায় তাঁর অসংখ্য ছাত্র-শিক্ষক ও অভিভাবকের সাথে সখ্যতা রয়েছে। এদের মধ্যে অনেকেই গ্রুপ করে সাধারণ ভোটারদের কাছে এটন স্যারের জন্য ভোট প্রার্থনা করছে। দলীয় কোন বিদ্রহী প্রার্থী না থাকায় এটাও তাঁর বাড়তি পাওয়া।
তবে দলীয় নেতা-কর্মীরা প্রাকাশ্যে মুখ খুললেও চুপ রয়েছেন নিরব ভোটাররা। প্রকাশ্যে কারও পক্ষেই মুখ খুলছেন না তাঁরা। অন্যদিকে চুপচাপ এগোনোর চেষ্টা করছেন স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদিন। তবে ভাগ্য কার খুলবে, তা নির্ভর করছে নিরব ভোটারদের উপর।
নোমান কলেজের অধ্যাপক ধীন দয়াল পাল বলেন, মুরাদনগর সদর ইউনিয়নের ভোটাররা বেশ সচেতন। নীরব ভোটের মাধ্যমেই তাঁরা পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনবেন।
ব্যাংকার সফিউল্লাহ ভূইয়া বলেন, ‘সমর্থন সব সময় ক্ষমতার পক্ষেই থাকে। তবে নীরব ভোট বিপ্লব অনেক কিছু পাল্টে দেয়। এখন অপেক্ষা ১৫ জুনের।’
করিমপুর গ্রামের পল্লী চিকিৎসক রমজান মিয়া বলেন, ভোটারদের মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। তবে ক্লিন ইমেজের প্রার্থীর প্রতি সাধারণ ভোটারদের দৃষ্টি বেশি।