মানিক দাস // ১ জুলাই শুক্রবার জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই অনুষ্ঠিত হয়ে থাকে। যদিও আষাঢ় মাসের পুষ্যানক্ষত্রযুক্ত শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার নিয়ম। কিন্তু প্রতি বছর তো আর পুষ্যানক্ষত্রের সঙ্গে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথির যোগ হয় না, তাই কেবল ওই শুক্লা দ্বিতীয়া তিথিতেই রথযাত্রা শুরু হয়ে থাকে।
জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে চাঁদপুর শহরে বেশ কয়েকটি রথ উদযাপিত হবে। পুরান বাজার জগন্নাথ মন্দির,পুরান বাজার ঘোষপাড়া ই্সকন মন্দির, পুরান বাজার হরিসভা মন্দির, রাধা মুরারীর মন্দির, নতুন বাজার গোপাল জিউর আখড়া মন্দির থেকে জগন্নাথ দেবের রথ টানা হবে। জগন্নাথ মন্দির কমিটি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।কাল ১ জুলাই শুক্রবার ভোররাত সাড়ে চারটায় মঙ্গলারতি, সকাল সাড়ে সাতটায় দর্শনার্থী ও গুরুপূজা, সকাল আটটায় চৈতন্যচরিতামৃত পাঠ, সকাল ৯ টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২ টায় ভোগ আরতি, দুপুর সাড়ে বারোটায় জগন্নাথ লীলামৃত পাঠ, দুপুর দুইটায় ভজন কীর্তন ও প্রসাদ বিতরণ, বিকেল চারটায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ দেবের রথ যাত্রার শুভ উদ্বোধন করা হবে।হরিসভা মন্দির, রাধা মুরারীর মন্দির, ই্সকন মন্দির ও নতিন বাজার গোপাল জিউর আখড়া মন্দির থেকে একই সময়ে রথ টানা হবে।জগন্নাথ মন্দিরের রথ আনা হবে কালীবাড়ি মন্দিরে, ই্সকন মন্দিরের রথ আনা হবে গোপাল জিউর আখড়ায়, গোপাল জিউর আখড়া মন্দিরের রথ আনা হবে মেথা রোড দূর্গা মন্দিরে।
জগন্নাথ মন্দির ওই দিন সন্ধ্যা সাতটায় আরতী কীর্তন অনুষ্ঠিত হবে।সপ্তাহ ব্যাপী এসব ধর্মীয় অনুষ্ঠান নতুন বাজার শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এমনি ভাবে জগন্নাথ মন্দির কমিটি সপ্তাহ ব্যাপী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করেছে।
ই্সকন মন্দির কমিটি সপ্তাহ ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করবে গোপাল জিউর আখড়া মন্দিরে। ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সম্পাদক সহদেব দেবনাথ ও অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী সকল হিন্দু সম্প্রদায়ের ভক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
আগামী ৮ জুলাই শুক্রবার বিকেল ৪ টায় জগন্নাথ মন্দিরের আয়োজনে কালীবাড়ি মন্দির প্রাঙ্গন থেকে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে। পরদিন ৯ জুলাই শনিবার ই্সকন মন্দিরের উল্টো রথ যাত্রা গোপাল জিউর আখড়া মন্দির থেকে বের করা হবে।