স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার রাত ৯টা দিকে খুলনা-ফুলতলা বাইপাস সড়কের আড়ংঘাটার মোস্তর মোড়ে পুলিশের প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, রফিকুল ইসলাম ও সোহেল। এ র্ঘটনায় আহতদের মধ্যে যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২ জন রয়েছেন।
এ ব্যাপারে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল হক বলেন, জিরোপয়েন্ট থেকে আফিল জুট মিলগামী একটি পাটবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৬-৩১৩০) সঙ্গে খুলনাগামী পুলিশের একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই প্রাইভেটকারের ৪ জন এবং ট্রাকের ১ জন আহত হন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে।
ওই দুর্ঘটনার পর খুলনা বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজিসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান।