মানিক দাস ॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১৩ নভেম্বর মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশ শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে।
পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ মোতাহের হোসেনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় স্ট্যান্ড রোডস্থ ডাকাতিয়া নদীর পাড়ে অভিযান চালিয়ে হাসমত আলী বেপারীর ছেলে মোঃ আলী (৩০) কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।
একই দিনে দ্বিতীয় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও কিছু গাজা সহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো আলী আহমেদ বেপারী (৩৬), মোঃ শাকিল বেপারী (২০), জাকির হোসেন (২৫) ও মারুফ মোল্লা (১৯) কে আটক করা হয়। তাদের শরীর তল্লাশী করে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম পরিমাণের গাজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।