আন্তর্জাতিক ডেস্ক |
পাকিস্তানে ক্রিকেট খেলা কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাত শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই গ্রুপেই আছে দু’জন ঘরে সহোদর।
শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যাবোটাবাদের হাভেলিয়ান জেলার ঘড়ি পুলগ্রান গ্রামে দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিলো শিশুরা। সেখানে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাঁধে দু’দলের মধ্যে। তবে সংঘর্ষের সঠিক কারণ এখনও জানা যায়নি।
নিহতদের মধ্যে একটি দলের চারজন সদস্য আছেন। এরা হলেন- রশিদ খান, সোহরাব খান, আশফাক খান ও উসমান। অপরদলের বাকি তিন সদস্য হলেন- মুখতিয়ার শাহ, আনোয়ার শাহ ও শওকত শাহ।
একই ঘটনায় সেলিম নামে আরেক আহত শিশুকে আইয়ুভ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।