মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, এক ব্যক্তি একাধিক ভাতা ভোগ করতে পারবেন না, সরকার ডিজিটাল পদ্ধতিতে সকল প্রকার ভাতা প্রদান করবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মুক্তিযোদ্ধা, বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হবে। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের আওতায় আনা হবে। ফলে কেউ ভাতা থেকে বঞ্চিত হবেন না। সরকার বিকাশ/রকেটের মাধ্যমে ভাতাভোগী তাঁর ভাতা গ্রহণ করতে পারবেন।
৫ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার সকল ভাতাভোগীদের সচেতনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, ওয়াহিদুজ্জামান মৃধা, মামুনুর রশিদ, দিনারা আক্তার বিপ্লবীসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। সভায় শতাধিক ভাতাভোগী সদস্য উপস্থিত ছিলেন।