আলমাস হোসেনঃ বকেয়া বেতনের দাবিতে সাভারের একটি তৈরি পোশাক কারখানার সামনে রাত থেকে না খেয়ে অবস্থান নিয়েছে শ্রমিকেরা।
বুধবার রাত থেকে সাভারের রাজফুলবাড়িয়ার জোরপুল এলাকার ড্রীমিকে এ্যাপারেল লিমিটেড নামের ওই পোশাক কারখানার সামনে প্রায় তিন শতাধিক শ্রমিক অবস্থান নেয়।
শ্রমিকরা জানায়, আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরসহ চার মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিলো কারখানা কতৃপক্ষের। কিন্তু মালিকপক্ষ বেতন না দিতে পারায় গতকাল রাত থেকেই ওই পোশাক কারখানার শ্রমিকরা না খেয়ে কারখানার ভিতরে অবস্থান নেয়। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রাত থেকে না খেয়ে তারা অবস্থান নেওয়ায় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে ওই কারখানার মালিক জাহাঙ্গীর আলম পাঁচ নারী শ্রমিককে যৌন হয়রানী করেছে বলে অভিযোগ করেছে শ্রমিকরা। কারখানা মালিকের শাস্তির দাবিতে শ্রমিকরা ওই মালিককে অবরুদ্ধ করে রাখে।
এঘটনায় কারখানার মালিক জাহাঙ্গীর আলম বলেন, কারখানার মেশিন বিক্রি করে আমি শ্রমিকদের বেতন দিয়ে দেবো।
এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।