চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তির মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ জুন) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়নে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর মেরিন ইনিষ্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী আকবর আলী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশাররফ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রমূখ।
মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ৫০টি স্টল মেলায় স্থান পেয়েছে। আগামী ১৮ জুন মঙ্গলবার মেলার সমাপ্তি হবে।