আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ৪টি ভেন্যুতে শুরু হওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ অনুর্ধ ১৭ এর ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড়মাঠ) অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে রহিমানপুর ইউনিয়ন দল টাইব্রেকারে ৪-৩ গোলে সালন্দর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদ্র উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো।টুর্ণামেন্টে ২১টি ইউনিয়ন দল ৪টি জোনে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করে

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ অনুর্ধ ১৭ এর ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি