সজীব খান, চাঁদপুর।
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে মা ইলিশ রক্ষার্থে, ইলিশ মাছ ধরা থেকে বিরত রাখার জন্য জেলেদের সাথে মতবিনিময় ও ভিজিএফ কার্ডের চাল বিতরন করা হয়েছে। রবিবার সকাল দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিজিএফ এর ২০ কেজি করে চাল বিতরন কার্যক্রমের উদ্ভোধন করছেন, জেলা ও শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
এসময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার খোকন চন্দ্র , ইউপি সচিব মোঃ আবু বকর মানিক, প্যানল চেয়ারম্যান জাহেদা বেগম, শিল্পী বেগম, হাকিম গাজী, ওয়ার্ড সদস্য ফারুক সরকার, বজলুল গনি জিলন, বারেক খান, দেলোয়ার হোসেন, মোশারফ হোসেন, সেলিম, আবুল হোসেন মনা, কালাম বেপারী, মহিলা সদস্য শাহিদা বেগম উপস্থিত ছিলেন।