চাঁদপুর প্রতিনিধি:মা ইলিশ রক্ষায় চাঁদপুর ও হাইমচর কোস্ট গার্ড নিয়মিত অভিযান করে অাসছে। তারই ধারবাহিকতায় ইলিশের প্রজনন মৌসুসে সোমবার ২১ অক্টোবর চাঁদপুর ও হাইমচর কোস্টগার্ড অভিযান পরিচালনা করে।
অভিযানকালে কোস্টগার্ড ২ লক্ষ ৬৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল যার অানুমানিক মূল্য ৯২ লক্ষ ৫ হাজার টাকা ও ১৫৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করে। ভোড় ৫টা থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বদেন চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম মমতাজুল আসিফ ও হাইমচর ইনচার্জ সিনিয়র চীফ পেটি অফিসার দীন ইসলাম।