মানিক দাস // জাতির জনক বঙ্গবন্ধধু শেখ মজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দশনায় সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষেদর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পুরান বাজার হরিসভা মন্দিরে প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি সুভাষ চন্দ্র রায়।
সার্বিক ব্যাবস্হানায় ছিলেন সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা,চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি সুশিল কুমার সাহা,সাধারন সম্পাদক সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর,পুরান বাজার লোকনাথ মন্দির কমিটির সভাপতি কাত্তিক সাহা,জেলা পূজা উদযাপন পরিষদ সমাজ কল্যান সম্পাদক লিটন মজুমদার,জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারি সহ অন্যান্যরা।