স্টাফ রিপোর্টার:
’কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবে পাড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৬ তারিখ রোজ বৃহস্পতি বার সকাল ১০ ঘটিকার সময় চাঁদপুর জেলা যৌন হয়রানী নির্মূলকরন নেটওয়ার্কের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২০ উদযাপন উপলক্ষ্যে শহরের জোড় পুকুর পাড় ওয়াই ডাব্লিও সি স্কুলের সামনে মানববন্ধন করা হয়।মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানী নিমূল করন নেটওয়ার্কের স¤œানিত ভারপ্রাপ্ত আহবায়ক ও চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আকছেদ আলী ,বক্তব্য রাখেন ব্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির চাঁদপুরের সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত,বক্তব্য রাখেন সূর্য্যের হাসি ক্লিলিনিকের ম্যানেজার বেবী সাহা , ওয়াই ডাব্লিও সি এর সাধারন সম্পাদক পাপড়ী বর্মন,ট্রানজেড বাংলাদেশ চাঁদপুরের সিনিয়র ম্যানেজার মনিন্দ্র বর্মন,নারী কাউন্সিলর জাহানারা বেগম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা বলেন পরিবার সমাজ ও দেশ থেকে সকল ধরনের নারী নির্যাতন বন্ধ হবে এবং নির্যাতনকারীরা যাহাতে শাস্তি পায় তার জন্য প্রশাসনের সঠিক নজরদারী কামনা করেন,এবং প্রতিটি পরিবার যাতে নারী ও শিশু নির্যাতন মুক্ত হয় তার জন্য সবাইকে আহবান জানান। মানববন্ধন শেষে নারী নির্যাতন বিরোধী প্রতিশ্রুতি গণ-স্বাক্ষর অভিযানের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের সঞ্চলনা করেন মোঃ আফসার উদ্দিন জে এস এস ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি চাঁদপুর সদর।