সজীব খানঃ
চাঁদপুরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্ম বিরতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের সামনে সদর উপজেলা হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের এ কর্ম বিরতি অনুষ্ঠিত হয়। এ সময় তারা তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন।
ভ্যাকসিন হিরো সম্মাননা, স্বাস্থ্য সহকারীর অবদান, এ শ্লোগানে
১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ ই সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরির্দশক ১১ সহকারী স্বাস্থ্যপরির্দশক ১২ এবং স্বাস্থ্যসহকারীদের১৩ তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনের দাবিতে তারা এ কর্ম বিরতি পালন করেন।
কর্ম বিরতিতে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের নেতা দেওয়ান মোঃ মাসুদসহ সমিতির সকল কর্মকর্তাগন।
