সজীব খান ঃ
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং সদর উপজেলা ইউএনও সানজিদা শাহনাজকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নের্তৃবৃন্দ। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নের্তৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক তাদেরকে স্বাগত জানিয়ে তাদের ফুলের শুভেচ্ছা নিয়ে তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
সেখান থেকে সদর উপজেলা ইউএনও কার্যালয়ে গিয়ে নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ২বারের নির্বাচিত কমান্ডার আলহাজ্ব আবুল কালাম চিশতী, সহ কমান্ডার আব্দুল মান্নান মিয়াজী, ইসমাইল হোসেন সিরাজী, মোঃ জাকির সর্দার, মোঃ আবুল কালাম তপাদার, শহিদ মোল্লা, মোঃ বশির উল্ল্যাহ পাটওয়ারী, সিরাজুল ইসলাম, মুসলিম খান, ফজলুল হক, আঃ হামীদ খান।
