মানিক দাস // চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর পৌরসভার সাবেক দুই বারের চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জ্যেষ্ঠ সন্তান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। ২২ জানুয়ারি শুক্রবার শহরে বাস স্ট্যান্ডেস্থ গোর – এ গরিবাঁ মসজিদে দোয়া অনুষ্ঠানের পর অসজায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিম পাটোয়ারী ২০০০ সালের ২১ শে জানুয়ারি পবিত্র জুম্মার এই দিনে মৃত্যুবরণ করে, আমার বাবার রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চাই, এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ পরিবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট , শাহাদাত বরণ করেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, কওমি জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।