স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তর এর রাষ্ট্রীয় খেতাব বাতিলের ষড়যন্ত্র, বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৩ বছর ধরে কারাবন্দী রাখা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানি সাজানো মিথ্যা মামলার সাজা দেওয়া, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল শনিবার বিকেলে নবগঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেদক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে শহরের কালীবাড়ি ওয়ান মিনিটের সামনে থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন নবগঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেদক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোলেমান ঢালী, যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, খোকন মিজি, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অলি আহমেদ।