মানিক দাস// চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠেই মৃত্যুকোলে ঢলে পড়লেন বৃদ্ধ দুলাল মল্লিক (৬৫) ।৩ মার্চ বুধবার সকালে হাজিগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুলাল মল্লিক ঐ এলাকার মল্লিকবাড়ির বাসিন্দা। তিনি দুই ছেলে, তিন মেয়ের জনক।বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিজি। জানা যায়, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন।
ওই সময় তিনি গাছেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং গাছেই আটকে যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাকে স্থানীয়রা রশির সাহায্যে নামিয়ে হাজীগঞ্জ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তারাদের খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাকে রশি দিয়ে উদ্ধার করা হয় ।