জানাযায়, সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব বিষ্ণুপুর গ্রাম বাসীর মতলব ও চাঁদপুরে দ্রুত যোগাযোগের মাধ্যম হচ্ছে পূর্ব বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মতলব বরদিয়া মতলব সড়কটি যা দেড় কিলো মিটার হবে । এলাকাবাসীর স্বার্থে আশির দশকে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ সড়কটি নির্মাণ করতে গেলে সড়কের পাশে সম্পওি থাকা এক ব্যক্তি ইনজেকশন জারি করায় শেষ পর্যন্ত সড়কটি নির্মাণ করা আর সম্ভব হয়নি।
ফলে ঐ এলাকার প্রায় ৪ হাজার জনগণের যাতায়াতের জন্য দীর্ঘ ৪ দশক ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। এনিয়ে আশির দশকের পর থেকে এ পর্যন্ত উক্ত ইউনিয়নের নির্বাচিত সকল চেয়ারম্যানগনই চেষ্টা করেও রাস্তাটি নির্মাণে সফল হতে পারেনি।
অবশেষে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম নির্বাচিত হওয়ার পর থেকেই এ রাস্তাটি নির্মাণ করার জন্য ছিলেন তৎপর।
এদিকে চলতি অর্থ বছরে উক্ত ইউনিয়নের উন্নয়ন কাজের জন্য সরকারের টিআর প্রকল্পের প্রায় সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দ দেয়। অপরদিকে চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীম ইতিমধ্যে রাস্তাটি নির্মাণের লক্ষ্য নিয়ে সকল আইনিজটিলতা সমাপ্ত করেন।
এমতাবস্থায় সরকারি বরাদ্দ কৃত টিআর প্রকল্পের অর্থ সহায়তা পাওয়ার সাথে সাথেই ঐ অর্থ দিয়ে প্রায় ৪ হাজার জনগণের যাতায়াত জন্য দেড় কিলো মিটার এ সড়কটি নির্মাণ করে দেন।
ফলে পূর্ব বিষ্ণুপুর গ্রামবাসী সহ আশপাশের গ্রামের জনগণের সড়ক পথে চাঁদপুর ও মতলবে যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়ক পূর্ব বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বরদিয়া মতলব সড়কটি নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘ ৪ দশকপর তাদের যাতায়াতের দূভোর্গ লাঘব হয়েছে।
এ রাস্তাটি নির্মাণের কারণে এলাকাবাসী ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দীন খান শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন খান শামীম বলেন, জনগণের কল্যাণে কাজ করতে হলে একটি সঠিক পরিকল্পনা ও মন থাকতে হয়। তাহলে তিনি তাঁর সঠিক স্থানে পৌঁছাতে পারে। তাছাড়া আমি এ রাস্তাটি নির্মাণ করার জন্য দীর্ঘ যাবত চেষ্টা চালিয়ে সকলের সহযোগিতায় সফল হই। ইনশাআল্লাহ আমি যত দিন বেঁচে আছি আমৃত্যু ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করে যাবো।