শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

চাঁদপুর সরকারি হাসপাতালে ওয়ান স্টপ ইর্মাজেন্সি কেয়ার উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৬২ বার পঠিত হয়েছে
মানিক দাস // রোগীদের সুবিধার্থে আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধন। ২৯ জুলাই শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি এমপি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডা. একে এম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিত রায়চৌধুরী, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, কনসালটেন্ট (মেডিসিন) ডা. সালেহ আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিবুল আহসান চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার মোহাহাম্মদ আজিজ মিঞাসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
পরে ওয়ান স্টপ ইর্মাজেন্সি কেয়ার পরিদর্শন করেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্য অতিথিরা। এ বিভাগাটিতে সর্বমোট ১০ টি বিছানা রয়েছে।
জানা যায়, বাংলাদেশে সর্বমোট ৫ টি সরকারি হাসপাতালে এমন ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার রয়েছে। আর সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ কক্সবাজার এবং ময়মনসিংহ সরকারি হাসপাতালে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার রয়েছে। ওই চার জেলার পর পাঁচ নম্বরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০ টি বিছানার ছোট পরিসরে এই ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার চালু করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিংবা নানা সমস্যায় অসুস্থ হয়ে পড়লে যেসব রোগীদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, ওইসব রোগীদের মধ্যে যাদের অবস্থা বেশি গুরতর তাদেরকে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে রাখা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com