বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শাহরাস্তি উপজেলায়  পিতা হত্যার দায়ে  পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড 

  • আপডেটের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সেতিনারায়নপুর গ্রামের বড় বাড়িতে পিতাকে হত্যার দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত বড় পুত্রকে বিজ্ঞ বিচারক যাবজ্জীবনে কারাদণ্ডের রায় প্রদান করেছে।  ২ আগস্ট বুধবার বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও  দায়রা জজ মোঃ মহসিনুল হক এ রায় প্রদান করেন।
মামলার বিবরণীতে জানা যায় ২০২০ সালের ১৯ জানুয়ারী সন্ধ্যা অনুমান ৭ টায় শাহরাস্তি উপজেলার সেতিনারায়নপুর গ্রামের বড় বাড়িতে ছেরাগ আলী তার বসত ঘরের পশ্চিম দক্ষিণ কক্ষে তার বড় ছেলে অভিযুক্ত ইমরান হোসেন প্রকাশ আকবর হোসেন (৪০) পারিবারিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে আকবর হোসেন তার হতে থাকা ধারালো দা দিয়ে ছেরাগ আলীর বাম কানের উপর আঘাত করে। একই সাথে দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্হলে ছেরাগ আলীর মৃত্যু হয় বলে তারই ছোট ভাই মামলার বাদী সোলেমান অভিযোগে উল্লেখ করে।তিনি অভিযোগে আরো উল্লেখ করেন  ছেরাগ আলীর স্ত্রী ফুলমতি বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকে ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মামলা তদন্তকারী কর্মকর্তা শাহরাস্তি থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) আনিসুর রহমান ১১জন স্বাক্ষীর মধ্যে ১০ স্বাক্ষীর কে আদালতে উপস্হাপন করে  স্বাক্ষ্য গ্রহন শেষে  আদালতে চার্জশীট দাখিল করেন। বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও  দায়রা জজ মোঃ মহসিনুল হক  গতকাল ২ আগস্ট বুধবার দুপুরে আসামের উপস্থিতিতে আসামী ইমরান হোসেন প্রকাশ আকবর হোসেন কে যাবজ্জীবন কারাদণ্ড, অনাদায় ১০ হাজার টাকা জরিমানা ও রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পি পি অ্যাডঃ রঞ্জিত রায় চৌধুরী ও আসামের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ  শফিকুল ইসলাম ভূঁইয়া।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com