বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা ফুলের শুভেচ্ছা ও হেলমেট বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১১২ বার পঠিত হয়েছে

মোঃ আবুল হাসান ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধিঃ ‘ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এই শ্লোগানে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার উদ্বোধন করা হয়।

সচেতনতামূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

তিনি যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেই সঙ্গে হেলমেটবিহীন এবং মোবাইলে কথা বলা অবস্থায় মোটরসাইকেল না চালানোর জন্য প্রচারণায় আহ্বান জানানো হয়। সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান। বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণও করেন।

উত্তম প্রসাদ পাঠক বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে।  আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সবাই ট্রাফিক আইন মেনে চলুক।  আজকে থেকে জেলায় ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণার উদ্বোধন করা হলো, এই প্রচারণা পুরো জেলা জুড়ে করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আসাদুজ্জামান,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন,  ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমানসহ ট্রাফিক ও জেলা পুলিশের কর্মকর্তারা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com