শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত পর তদন্তে পিবিআই, তদন্ত শেষে ডিআইজির ব্রিফিং রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির ইয়ার লা‌ঞ্চিং ও‌ দুস্থ‌দের মা‌ঝে খাবার বিতরণ চাঁদপুরে যৌথ বাহিনী অভিযানে মাদকসহ আটক ২  চাঁদপুরে জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে  কালীবাড়ী মন্দিরে লীলা ও পদাবলী কিত্তনে ভক্তের সমাগম চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন 

আশুলিয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো তিন শতাধিক মানুষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২২ বার পঠিত হয়েছে
আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় শিক্ষার্থীদের গড়ে তোলা পানধোয়া উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এতে এলাকার তিন শতাধিক সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা নিয়েছেন। গত শনি ও রবিবার (২, ৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুইদিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রক্তের চাপ পরীক্ষাসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বিনামূল্যের এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের শিক্ষক ড. মনসুর আলী। এসময় এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা প্রদান করেন ঢাকার কিডনি ইন্সটিটিউটের  কিডনি ও শিশু বিশেষজ্ঞ ডা. ফাহিম হুসাইন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব জুবায়ের সোহাগ ও সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ড (সিআরপি) এর ডা. মোহাম্মদ রবিউল আওয়াল।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নেওয়া স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন ও আমেনা বেগম বলেন, কয়েক দিন ধরে তারা সর্দি-কাশিসহ বেশ কিছু সমস্যায় ভুগছেন। তারা গরিব মানুষ, টাকার অভাবে ভালো চিকিৎসক দেখাতে পারেন না। এখানে ভালো চিকিৎসক আসায় এখন চিকিৎসা করাতে পেরে তারা অনেক খুশি।
শেফালি আক্তার ও আব্দুর রশিদ দম্পতি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছেন। টাকার অভাবে ভালো কোনো চিকিৎসা করাতে পারছিলেন না। ফ্রি মেডিকেল চিকিৎসাসেবা পেয়ে তারা বলেন, টাকা ছাড়া ডাক্তার দেখানো যাবে, এটা কখনো ভাবিনি। এলাকার ছেলেদের মাধ্যমে ডাক্তাররা আমাদের কাছে এসে চিকিৎসা দিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
মেডিকেল ক্যাম্পেইনিংয়ের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাইদুর রহমান, মোশাররফ হোসেন, শিমুল, আব্দুর রাজ্জাক, তানভীর, সাদিকুর রহমান, তারিকুল ইসলাম, আল মাহমুদ দোদুল, রাজিব, রবিউল ইসলাম,  ফয়েজ রাব্বি, মতিউর রহমান, ইসরাফিল, সাইফ, তালহা, রিফাত, মেহেদী, রাব্বি, মারুফসহ অন্যান্যরা।
এ সময় সাইদুর রহমান বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় এলাকার নারী-শিশুসহ ৩ শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
চিকিৎসাসেবা শেষে ডা. ফাহিম হুসাইন বলেন, গ্রামাঞ্চলের যেসব অসহায় গরীব, সুবিধাবঞ্চিত মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারে না। তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিম এখানে এসেছে। মানুষকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত এবং এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
গণস্বাস্থ্য কেন্দ্রের ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব জুবায়ের বলেন, দেশের অল্প আয়ের মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের সহযোগিতায় বিনামূল্যে আমরা এগিয়ে এসেছি। দেশের প্রত্যন্ত জনপদগুলোতেও সকল ডাক্তারদের এগিয়ে আসা উচিত।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com