সুমন আহমেদ :
সারাদেশের মতো মতলব উত্তরেও বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে ডিএনএস ও সাধারণ স্যালাইনের চাহিদা। এই সুযোগে কৃত্রিম সংকট দেখিয়ে ৯০ টাকার স্যালাইন ১০০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসিগুলোতে ডিএনএস ও স্যালাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক অনুরোধের পর স্যালাইন পেলেও দাম নেওয়া হচ্ছে ৪০০-১০০০ টাকা। অথচ এসব স্যালাইনের প্যাকেটে দাম দেওয়া আছে ৯০টাকা। ফার্মেসি মালিকরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে ১০০০ টাকা পর্যন্ত এই স্যালাইন বিক্রি করছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা ।
মতলব উত্তরে এক প্যাকেট স্যালাইন পেতে নাভিশ্বাস উঠে যাচ্ছে রোগীর স্বজনদের। এ দোকান, সে দোকান ঘুরে কোথাও পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে প্যাকেটে দেওয়া দামের চেয়ে কয়েক গুণ বেশি।
স্যালাইন কিনতে গেলে প্রথমেই ‘নেই’ বলে মুখ ফিরিয়ে নিচ্ছেন দোকানিরা। পরে অনেক অনুরোধের পর এক প্যাকেট স্যালাইন বের করে দিচ্ছেন। আর এভাবেই দাম বেশি রাখছেন।
জাহিদুল ইসলাম নামে একজন বলেন, আমার বউকে নিয়ে হাসপাতালে আসার পরে ডাক্তার আমাকে ডিএনএস স্যালাইন আনতে বলল। আমি স্যালাইন কিনতে গিয়ে ছেংগারচর বাজারের প্রায় ১০ থেকে ১৫টা দোকান ঘুরেও স্যালাইন পাইনি। অবশেষে হাসপাতালের সামনে ওষুধের দোকানে পাই। তখন আমি ৯০ টাকার স্যালাইন ৪০০ টাকায় কিনেছি।
ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা, নোমান বলেন, আমার রোগী বাঁচানোর জন্য দাম বেশি হলেও কিনতে হচ্ছে। আমাদের কাছ থেকে ব্যবসায়ীরা ৯০ টাকার স্যালাইন ৪০০-১০০০ টাকা করে নিচ্ছে। বেশি দামে নিলে নেন, আর না নিয়ে চলে যান। তখন আমরা বাধ্য হয়ে বেশি দামে স্যালাইন কিনছি।
এবিষয়ে হাসপালের সামনে এক ঔষধ ব্যবসায়ী মোঃ শাহাজান জানান, ঔষধ ক্রয় করতে গিয়ে গায়ের মূল্যের চেয়ে বেশি দামে কিনতে হয়, এজন্য বেশি দামে বিক্রি করতে হয়।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল বলেন,
সরকারিভাবে এই স্যালাইনটি সরবারহ না থাকায় কতিপয় ঔষধ ব্যবসায়ীরা সেই সুযোগে বেশি দাম নিচ্ছে।
উপজেলা সহকারী-কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট আল এমরান খান বলেন, অসাধু ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন,
স্যালাইনের প্যাকেটের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির সুযোগ নেই, যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।