নিজস্ব সংবাদদাতা:
নিজের শ্রম ও কষ্টার্জিত অর্থ ব্যায় করে গড়ে তোলা একটি প্রসিদ্ধ নাহার এগ্রো ডেইরী ফার্মের বর্জ্য সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। যার ফলে বিপাকে পড়েছেন ফার্মের মালিক মো: রহমত। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল বন্ধ করে দেয়ায় বর্জ্য সরানো নিয়ে ওই ফার্ম দুশ্চিন্তায় রয়েছে মালিকপক্ষ। ফলে অনেকটা বাধ্য হয়ে এই ফার্মটি অন্যন্ত্র সরানোর কাজ চলছে জোরে সোরে।
ফরিদগঞ্জের ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামে গড়ে তোলা রহমত মিয়ার বাড়ির পাশে থাকা খালটি ভরাট করে রাখায় নাহার এগ্রো ডেইরী ফার্মে বজ্য নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দেয়ায় ব্যবসায়ীক ভাবে চরম আকারে ক্ষতির মূখে পড়েছে ফার্মের মালিক মো: রহমত।
খোজ নিয়ে জানা গেছে, এই ফার্মে প্রায় একশত গরু লালন পালন করা হতো। এখন নিরপায় হয়ে উক্ত ফার্মের মালিক বাড়ির পাশবর্তী এলাকায় ৮০ শতাংশ জায়গা ক্রয় করে তাতে নতুন করে ফার্মের কার্যক্রম চালানোর জন্য ঘর নির্মানের জন্য তড়িঘড়ি ভাবে কাজ করছেন শ্রমিকরা।
গতকাল সরেজমিনে দেইচর গ্রামে গিয়ে দেখা যায়, একদল শ্রমিক মোঃ রহমতের জায়গায় নাহার উেইরী ফার্মের নুতন ভবন নির্মানে ব্যস্থ সময় পার করছেন। ইতিমধ্যে নুতন ভবনের প্রায় প্রায় ৭০ পারসন কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজ আগামী ১৫/২০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে এর মালিক পক্ষ দাবি করছে।
নাহার উেনরী ফার্মের তদারকি করে আসা মোঃ হোসেন বলেন, আমার মামা মো: রহমত বহু কষ্ট করে তার বাড়ির পাশে ৩ বছর ধরে নাহার ডেইরী ফার্মটি করে গরু লালন পালন করে আসছিল। এক সময়ে এই ফার্মে প্রায় একশত গরু ছিল। বর্তমানে ফার্মে গরু আছে মাত্র ৫০টি । বাড়ির পাশের খাল বন্ধ করে দেয়ার ফলে ফার্মের বর্জ্য নিষ্কাশনে বাধা হয়ে থাকায় পরিবেশের কিছুটা দুষন হচ্ছে। এই দুষন থেকে বাঁচতে জরুরী ভিত্তিতে এই ফার্মটি অন্যত্র সরানোর জন্য কাজ চলছে।
নাহার এগ্রো ফার্মের মালিক মো: রহমত বলেন, এলাকারই কতিপয় দুষ্ট চক্র আমার সাথে শত্রুতা বশত বাড়ির পাশে থাকা খাল বন্ধ করে দেয়ায় আমি এখন ব্যবসায়ীক ভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত হয়েছি। যে কারনে বাধ্য হয়ে এলাকাবাসীর স্বার্থ বিবেচনায় এনে নিজ খরচে জায়গা ক্রয় করে তা অন্যন্ত্র সরানোর জন্য জোরে সোরে কাজ চলছে। আগামী ১৫/২০ দিনে মধ্যেই আমার গড়া নাহার এগ্রো ডেইরী ফার্মটি স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
এলাকার ইউপি চেয়ারম্যান এ এইচ এম হারুন অর রশিদ শুক্রবার এ প্রতিনিধিকে বলেন, ওই এলাকায় খাল বন্ধ কিংবা ভরাট করে রাখার বিষয়টি কেউই আমাকে জানায়নি। তবে উক্ত ফার্মের মালিক রহমত নিজ খরচে জায়গা ক্রয় করে তা অন্যন্ত্র সরিয়ে নেয়ার কাজ করছে বলে আমি নিশ্চিত হয়েছি।