মানিক দাস // চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীরা ঠিকাদারের মাধ্যমে এখন সঠিক পরিমানে খাবার পাচ্ছে।গত এক মাস পূর্বে রোগীর খাবার চুরির দায়ে চাকুরীচ্যুত হওয়া রেজিয়া বেগম সহ তার মেয়ে ও নাতিকে বাদ দেয়ার পর অসহায় রোগিরা সঠিক পরিমানে খাবার পেয়ে স্বাচ্ছন্দ বোধ করছে। আগে যে পরিমান রোগিদের খাবার দেয়া হতো তার চেয়ে বেশি খাবার চুরি হতো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে থেকে। বর্তমানে পুরুষ,মহিলা ও শিশু ওয়ার্ডে ভর্তিকৃত রোগীরা রান্না ঘর থেকে চোর চক্র বিতারিত করার পর নতুন ভাবে যাদের কে বাবুর্চির দায়িত্ব দেয়া হয়েছে সরজমিনে গিয়ে দেখা গেছে তারা পরিস্কার পরিছন্ন ভাবে কাজ করছে।
খাবর সাপ্লাইয়ের ঠিকাদের সঞ্জিব পোদ্দার বলেন, আমরা সপ্তাহে ৪ দিন মুরগি ও ৩ দিন রুই মাছ রোগীদের খাবারে দিয়ে থাকি। ভাতের সাথে মুশুর ডাল দেয়া হয়। তবে সবজির কোনো বাধ্যবাধকতা নেই। সিজনাল হিসাবে যখন যে সবজি আসে তাই দেয়া হয় রোগিদের খাবারে। সকালে ডাই খাবারে রুটি কলা ও সিদ্ধ ডিম নিয়মিত দেয়া হয়।
গত ২০ জুলাই হাসপাতাল থেকে বাবুর্চি রেজিয়া বেগমের নেতৃত্বে তার নাতি সাকিল যে ভাবে খাবার চুরি করে পালানোর চেষ্টা করার সময় জনতা ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তারপর রেজিয়া বেগমের চাকুরি চলে যায়। রোগিদের খাবার কম দেয়া হতো, সে বদনাম আসতো আমাতের উপর। আমরা যারা খাবারের ঠিকাদর অর্থাৎ পাটনার রয়েছি আমরা রোগিদের খাবার কম দেই না। পূর্বের বাবুর্চি চুরি করে নিয়ে যেত বলে রোগিদের খাবার তারা কম দিত। বর্তমানে যারা রান্না ঘরের দায়িত্বে রয়েছে এখন তো রোগিরা অভিযোগ করেনা খাবার কম পাওয়ার বিষয়ে।