গোলাম নবী খোকনঃ আজ ২২ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশের রাজধানী ঢাকা গুলশান-২ এর মধ্যে অবস্থিত, এশিয়ার সর্ববৃহৎ মার্কেট ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্ক এর লেভেল ফোর ফ্লোর এ ‘এ্যাপেল হাট’ (মোবাইল দোকান) শপে কেককেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধন করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মো: আরিফ উল্লাহ সরকার।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন যমুনা ফিউচার পার্কের জামে মসজিদের খতিব। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্ল্যাহ সরকারের সহর্ধীমিনী ও তার পরিবার পরিজন, ছেংগারচর পৌরসভার কমিশনার শাজাহান মোল্লা, এ্যাডভোকেট কাউছার আলম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিপন সরকার,
এ্যাড. জাকির হোসেন নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও এ্যাপেল হাট এর স্বত্বাধিকারী মতলব উত্তর এর বাড়িভাঙ্গা গ্রামের কৃতি সন্তান সরকার কানন, যমুনা ফিউচার পার্কের আই সেন্টারের সিনিয়র এক্সিকিউটিভ মোঃ হাসান মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মিলন মিয়াজী, বিমান বাহিনীর সদস্য (অবঃ) মোঃ ইয়াছিন, সার্ভিস হোল্ডার মোঃ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, জহিরুল হক সহ আরও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।