মানিক দাসঃ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার আয়োজিত পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ সেপরটেম্বর শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঈদে মিলাদুন্নবী পালনে সরকারিভাবে বন্ধ ঘোষণা দেন। শিগগিরই রাষ্ট্রীয়ভাবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালনে বাধ্যতামুলক করার দাবী জানান তিনি।
তিনি আরো বলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত কোরআন-হাদিসের বাহিরে কোন কথা বলে না। আমাদের নবী আমাদের জন্য রহমত। আল্লাহর নিদের্শ পালন করা আমাদের জন্য ফরজ। এ জন্য আল্লাহর রহমত নবীকে পেয়ে আমরা খুশি উদযাপন করি। আমাদের দেশে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠানের জন্মদিন পালন করা হয়। যারা নবীর জন্মদিন পালনে বিবুদ্ধে করে তারা ইসলামের বেইমান। জসনে জুলুশে মানে আনন্দময় শোভাযাত্রা। রাসুলে পাকের শুভাগমন উপলক্ষে করে আল্লাহর নির্দেশে খুশি উদযাপন করি। সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নবীর আগমনে খুশি উদযাপন করা।
তিনি বলেন, পৃথিবীতে অন্য কোন ধর্মের প্রতিষ্ঠাতা মানবতার শিক্ষা দেননি। আমাদের নবীজী মানবতার শিক্ষা দিয়েছেন। যারা অন্য ধর্মের মানুষের উপর আঘাত করবে তাদের কেয়ামতের দিন নবীজি সুপারিস করবেন না। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, তাদের ধর্মীয় পূজা-আর্চনা করবে। অন্য কোন ধর্মের মানুষের হৃদয়ে আঘত করার অধিকার ইসলাম কাউকে দেয়নাই।
জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি নাজমুল হক আখন্দের সভাপতিত্বে এবং মুফতি আবুল হাসেম শাহ মিয়াজির পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, খাজা আরিফুর রহমান তাহেরী, সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী, মোশাররফ হোসেন হেলালী, মফিজুল ইসলাম আবেদী, রফিকুল ইসলাম হেলালী, খাজা জুবায়ের আহমেদ, মাও. মো. আলী আবেদী, মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ বুলবুল, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, মাও. আনিসুর রহমান, জাকির হোসেন মিয়াজী, হাসান মজুমদার, মাস্টার হেলাল আহমেদ, মোতাসিন বিল্লাহ প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলায় অবস্থিত বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেট জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল জশনে জুলুছ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে দোয়া ও মুনাজাতে অংশ নেয় নেতৃবৃন্দ।