মানিক দাস।। মৃদঙ্গ চাঁদপুরের আয়োজনে গীটার সন্ধ্যা সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে তা অনুষ্ঠিত হয়। মৃদঙ্গের সভাপতি তপতি করের সভাপতিত্বে ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।
তিনি বলেন, যারা চাঁদপুরে সাংস্কৃতিক অঙ্গনকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আজকে এ মঞ্চে উপস্থিত রয়েছেন। তাদের হাত ধরেই প্রজম্ম সাংস্কৃতিক চর্চা করছে। সবাই সংগীত ভালবাসেন। আজকে সেই সংগীতে ব্যবহৃত যন্ত্র সংগীতের অনুষ্ঠান। এটাকে বাদ দিয়ে সংগীতের চিন্তা করা যায়না। সংস্কৃতি মানুষ কে অনেক দূর এগিয়ে নিতে সহায়তা করে। চাঁদপুরে যারা সংগীতে যারা জড়িত তারা সমাজে বিরাজিত। আপনারা আছেন বলেই সংস্কৃতি চাঁদপুরে বেঁচে আছে। আমরা যা দেখতে পারছি তা থেকে আমাদের সন্তানেরা ঝরে যাচ্ছে।আটনারা চাঁদপুরের শিল্প সংস্কৃতিতে জড়িত আছেন তাদের মাধ্যমেই একজন ভাল শিল্পী তৈরি করতে হবে। একজন বিজ্ঞানী অর্থ পায কত, আর একজন চলচিত্র শিল্পী কয়েক কোটি টাকা পেয়ে অভিনয় করে। মৃদঙ্গ চাঁদপুরে তরুন প্রজম্মকে আকরে ধরে রেখেছে। পরিমল দাস নুপুর মৃদঙ্গের মাধ্যমে আমরা শিল্পসত্যাকে বাঁচিয়ে রাখবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ।আরো বক্তব্য রাখেন কণ্ঠ শিল্পী রূপালী চম্পক, সাধনা সরকার অনু।
পরে পরিমল দাস নুপুরের পরিচালনায় গীটার সন্ধ্যায় গীটার বাজানোতে অংশ গ্রহন করে পরিমল দাস, প্রীতম দত্ত, তিথি ভট্টাচার্য্য, প্রদীপ দাস, সাফানা নামরীন হোসেন মেধা, দীপা রায় চৈতী, ধ্রুব দেবনাথ। সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন পরিমল দাস নুপুর ও সার্বিক সহযোগীতায় ছিলেন মৃদঙ্গের সাধারন সম্পাদক বিলকিস আক্তার মুক্তা।
আলোচনা সভা শেষে ২০২১ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় যন্ত্র সংগীতে তৃতীয় স্হান অর্জন করায়প্রদীপ দাস ও ২০২২-২৩ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় চাঁদপুরের সুনাম কুড়িয়ে আনায় দীপা রায় চৈতী কে মৃদঙ্গের পক্ষ থেকে সংবধনা দেয়া হয়।
সব শেষে ২০২৩-২৪ সালের মৃদঙ্গের কমিটি গঠন করা হয়। সভাপতি তপতী কর,সহ সভাপতি অলকা আচার্যী, সাধারন সম্পাদক বিলকিস আক্তার মুক্তা, যুগ্ম সম্পাদক লিপি রানী পোদ্দার, সাংগঠনিক সম্পাদক কবিতা দেবনাথ, অর্থ সম্পাদক প্রদীপ দাস, অনুষ্ঠান সম্পাদক অনিক দে, প্রচার সম্পাদক প্রীতম দত্ত,সম্মানিত সদস্যরা হলোঃ পরিমল দাস নুপুর, উত্তম দে, পপি রানী দত্ত, বিথীকা সাহা, তিথি ভট্টাচার্য, শাবানা নামরিন হোসেন মেধা, দীপা রায় চটি, অর্ণব সাহা ও ধ্রুব দেবনাথ।