স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের হরিনা নৌ ফাঁড়িতে পুলিশ পরিদর্শক হিসেবে মোঃ নজরুল ইসলাম যোগদান করেছেন। তিনি এর পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। যোগদানের প্রথম দিনেই তার নেতৃত্বে ১১শ’ মিটার কারেন্ট জাল, ১ টি নৌকা সহ তিন জনকে আটক হরিনা ফাঁড়ি নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের কে মেঘনা নদীর কাটাখালি এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন মোঃ সোহেল রানা (২০), পিতা-বাবুল ঢালি, সবুজ মিয়া (১৯), পিতা- মোতালেব সরদার, আল-আমিন (২৩), পিতা- বারেক হাওলাদার। তাদের বাড়ি হাইমচর উপজেলা চরভৈরবী ইউনিয়ের পাড়া বুগুলা ও জালিয়ারচর গ্রামে।
হরিনা নৌ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম বলেন , মেঘনা নদীতে সবসময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। তা বাস্তবায়ন করতে নৌ পুলিশ নদীতে টহল দিয়ে থাকে। যারা অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে তাদেরকে আইনের আওতায় আনতে চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নদীতে সকল ধরেনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।