সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে

রেদওয়ান খান বোরহানের উপর হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন

  • আপডেটের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার ।।রেদওয়ান খান বোরহান ও নেতা কর্মীর  উপর হামলার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন।ডিবিসি নিউজের নির্বাচনী এক্সপ্রেসে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান আহমেদ খান বোরহানসহ নেতা-কর্মীদের উপর হামলার ঘটনার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন। ১ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ  সাংবাদিক সম্মেলন করেছেন।
আলহাজ্ব রেদওয়ান আহমেদ খান বোরহান বক্তব্যে  বলেন, বিচার আমার মাহবুদের কাছে, কি অন্যায় ছিল আমার। লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিবিসি নিউজের নির্বাচনী এক্সপ্রেস এ বক্তব্য রাখার সময় আমার ও  নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করা হয়। আমিতো সেখানে কোন অন্যায়ের জন্য যাই নি। আমি চাঁদপুর-৩ আসনের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে গিয়েছি। তাদের হামলায় আমার প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।
তিনি আরোও বলেন, আমি ঘটনার পরপর আমি আইন শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছি।এ ব্যাপারে আমি কোনো মামলা করিনি।আমি নির্বাচনের মাঠে আছি, থাকবো। আজকে  কোন দলীয় নেতা-কর্মীকে সাথে নিয়ে আমি আসি নি। নিজে একাই সংবাদ সম্মেলনে এসেছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য শেষে, স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন।আপনি নিজে তো এই ইউনিয়নেরই সন্তান। যে স্থানে ঘটাটি ঘটেছে সেটি তো আপনার এলাকা। সুতরাং আপনি সেখানে যাবেন এ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি বা দলীয় নেতাকর্মীরা অবগত ছিলেন কিনা। সাংবাদিকরা আরো বলেন আমরা যতটুকু জানি এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে ক্লাস চলছিল এ অবস্থায় আপনি কিভাবে স্কুল মাঠে এই আয়োজনটি করলেন। তাতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদানে কোন ব্যাঘাত ঘটেনি বলে মনে করেননি আপনি। এই স্কুল মাঠে আপনি অনুষ্ঠানটি করবেন সেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে আগে জানানো হয়েছিল কি? বিদ্যালয় ম্যানেজিং কমিটি আপনাকে এ ধরনের কোন অনুমতি দিয়েছিল কি? এসব প্রশ্নের তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি। তবে তিনি বলেছেন আমি বিদ্যালয়ের  প্রধান শিক্ষককে অবগত করেছিলাম। সাংবাদিকরা প্রশ্ন রাখেন আপনি নিজেকে কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের নেতা হিসেবে দাবি করছেন অথচ স্থানীয় মৎস্যজীবী  লীগের নেতা কর্মীর সাথে আপনার সম্পৃক্ততা নেই কেন এবং আপনার সাথে তাদেরকে দেখা যায়নি কেন?   তাছাড়া দলীয় মনোনয়ন পেতে হলে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এইসব ইউনিটের নেতাকর্মীদের সাথে আজও কি আপনার কোন যোগাযোগ হয়েছে কিনা। এসব প্রশ্নের জবাবে তিনি বলেন আমি কেন্দ্রীয় নেতা আমার অধীনে এসব  মৎস্যজীবী লীগ নেতারা। তাদের সাথে আমার যোগাযোগ রয়েছে, তবে গণসংযোগে আমি তাদেরকে সম্পৃক্ত করতে চাই না। দলীয় শীর্ষ নেতাদের সাথে আমার যোগাযোগ রয়েছে। এ হামলার ব্যাপারে কোন মামলা করবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে তার উত্তরে তিনি বলেন মামলা করে লাভ হবে না, আমি আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়েছি। অন্য এক প্রশ্নে জবাবে সাংবাদিকরা জানতে চান আপনি বলেছেন ২৫ জন নেতা কর্মী আহত হয়েছে?  তারা কি এবং তাদের পরিচয় আমাদেরকে দিন। এই প্রশ্নের উত্তরও তিনি সঠিকভাবে দিতে পারেননি। শুধু বলেছেন আমার উপর হামলা হয়েছে এতে অনেকে আহত হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com