বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

মুরাদনগরে মসজিদে নামকরণে দুই পক্ষে হাতাহাতি দাওয়া পাল্টা দাওয়া।  পাল্টা পাল্টি মামলা 

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পঠিত হয়েছে
কুমিল্লা প্রতিনিধিঃ
দেড় শত বছরের পুরাতন দোস মোহাম্মদ সরকার বাড়ী জামে মসজিদটি স্থানান্তরিত নতুন জায়গায় মসজিদ নির্মাণ শেষে নামকরণকে কেন্দ্র করে জুম্মা নামাজে মসজিদের ভীতরে ও বাহিরে দুই পক্ষে মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।  পাল্টাপাল্টি মামলা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে,  কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা নবী পুর পূর্ব ইউনিয়ন গকুলনগর দেড় শত বছরের পুরাতন দোস মোহাম্মদ সরকার বাড়ী জামে মসজিদটি স্থানান্তরিত করে ১৯৯৬ সালে তার পাশাপাশি ১১১ একর জায়গায় নিয়ে নতুন মসজিদে তৈরি করা হয়। এর মধ্যে নগরপাড় গ্রামের শিরু মিয়া ৩০ শতাংশ জমি মসজদের নাম রেজিষ্ট্ররি করে দেন, ১৯৭৭ সালে জীবন মিয়া ওরফে আলী নেওয়াজ ১৫ শতাংশ জমি রেজিষ্ট্ররি করে দেন বাকী ৯৩ শতাংশ জমি দোস মোহাম্মদ সরকার বাড়ীর জমি মসজিদের নামে দান করেছেন সরকার গোষ্ঠী লোকজন।
মামলার বাদী মোঃ বজলু মিয়া ছেলে মোঃ মনির হোসেন (৫৪) বলেন, দেড় শত বছরের পুরাতন মসজিদ মরহুম দোস মোহাম্মদ সরকার বাড়ী জামেমসজিদ। ১৯৯৬ সালে ওই মসজিদটি স্থানান্তরিত করে এর পাশেই নতুন  দ্বীতল মসজিদ নির্মাণ হয়। ১৯৯৬ সাল থেকে আজ পর্যন্ত ওই মসজিদ কোন সাইনবোর্ড নাম নির্নয় হয়নি। আমরা সরকার বাড়ীর প্রায় ৫ শ ভোটরা চাই এই মসজিদটি নামকরণ হউক দোস মোহাম্মদ সরকার বাড়ী জামে মসজিদ। মসজিদটি অবস্থান রয়েছে গকুলনগর সরকার বাড়ীর মাঝখানে বাখল নগর গ্রামের মৌজা।
জাহাঙ্গীর আলম সরকার , ছালাম, হাজী কামাল উদ্দিন মাওলানা মোঃ ইসমাইল বলেন,  ৩০ বছর পূর্বে দোস মোহাম্মদ সরকার বাড়ী জামে মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের জন্য দান করেছেন। ২০ বছর যাবৎ মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের নির্মাণ কাজের জন্য টাকা উত্তোলন করে হয়। মসজিদ কমিটি আজ পর্যন্ত মসজিদের রেজিষ্ট্রেশন খাতায় কোন প্রকার নামকরণ লিখে নাই। গকুলনগর গ্রামবাসী সবাই জানেন, মাসজিদটি নাম গকুলনগর দোস মোহাম্মদ সরকার বাড়ী জামেমসজিদ।  মসজিদ দ্বিতীয় ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে এখন মসজিদটি নামকরণ নিয়ে পক্ষে বিপক্ষে হাতাহাতি দাওয়া পাল্টা দাওয়া হয়েছে।
অপর আরেকটি মামলার বাদী গকুলনগর গ্রামের মৃতঃ আবদুল বারেক ছেলে মোঃ শাহ আলম (৫৮) বলেন, গত ৮ সেপ্টেম্বর শুক্রবার জুম্মা নামাজে শেষে মসজিদে নামকরণ নিয়ে মসজিদে ভীতরে বাহিরে নমাজ শেষে হাতাহাতি দাওয়া পাল্টা দাওয়া চলে। এতে উভয় পক্ষে ১২জন আহত হন। আমরা চাই। মসজিদটি নামকরণ করা হউক গকুলনগর দক্ষিণ পাড়া জামে মসজিদ।  মসজিদটিতে নগরপাড় গ্রামের লোকজন নমাজ পড়েন।
মুরাদনগর থানা ওসি মোঃ আজিজুল  বারী ইবনে জলিল বলেন, কুমিল্লা আদালতে দুই পক্ষের দায়ের করা পৃথক দুটি মামলা তদন্ত করছে থানা ও ডিবি পুলিশ।  এছাড়া নামকরণ নিয়ে যেন ফের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য পুলিশের নজরদারি রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com