বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ৭ নৌকা সহ ৩৫ জেলে আটক 

  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত হয়েছে
মানিক দাস।।মা ইলিশ রক্ষায়  চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রোববার  রাত ১২ টা থেকে গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৫ টা পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে  ৭ নৌকা সহ মোট ৩৫ জন জেলেকে আটক করেছে।
 চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের সার্বিক তত্বাবধানে উপ পরিদর্শক  মিঠুন বলা ও আশরাফুল
সঙ্গীয় সদস্যদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মিপুর মডেল  ইউনিয়ন ও  হানারচর ইউনিয়নের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে সরকারের  নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরন কালে অপ্রাপ্তসহ ৩৫ জন জেরেকে আটক করে। আটককৃতরা হলোঃ আজাদ (১৮),সালাম বেপারী (২২),আব্বাস আলী (২২) মাঝের চর, ইসমাইল (১৯), মনির (২৭)দক্ষিণ মাথা ভাঙ্গা , মোহাম্মদ সরকার (১৯),সোহেল দেওয়ান (১৮),মোবারক (২২) সরকার কান্দি, হযরত আলী (১৯)পূর্ব বকাউল কান্দি ,খলিল বেপারী (২৭)বেপারী কান্দি রাজরাজেশ্বর , আফজাল হোসেন (২৪) তারাবুনিয়া বাককান্দি, শাকিল মিজি (২১),খোরশেদ (২২)তারাবুনিয়া মোল্লাকান্দি, আলমগীর খান (২৮)আলামিন (২৯)শুকুর আলী (৩০)শাহ আলম (২৫),লিটন ঢালী (২৪)মহেশখালী মতলব উত্তর, মানিক (১৮)চরভৈরবী হাইমচর, আবুল কালাম ()মজিদকান্দি,নূর  উদ্দিন হাওলাদার (২৫)বকুলকান্দি রাজরাজেশ্বর।
অপ্রাপ্তবয়স্ক জেলেরা হলোঃ হৃদয় (১৬),ওমর ফারুক (৯),সুজন (১৫),শাহাজালাল মিয়া (১০),নাজমুল (১৪),রায়হান (১৪),হাবিবুল্লাহ (৭),আমির (৬),ইয়াসিন (৮),শাহাদাত (১১),ফজলুল হক (১৪),অলি উল্লাহ (১৫) ও নাঈম (১৩)।
প্রাপ্তবয়স্ক জেলেদের বিরুদ্ধে পুলিশ মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছে। অপ্রাপ্ত টিস্যুট জেলেদেরকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com