গোলাম নবী খোকনঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২৯ অক্টোবর সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাঁদপুর স্থানীয় সরকারের উপ-সচিব অর্পনা বৈদ্যের সভাপতিত্ত্বে, সহকারী পরিচালক আক্তার হোসেন সাথীর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলের সচেতন থাকতে হবে, ঘর, বাড়ি, উঠান, আঙ্গিনা, জঙ্গল, ডোবা, পুকুর, নালা, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ , মাদ্রাসা ও হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সরকারের বিধি নিষেধ গুলো মানতে হবে, সভা সমাবেশ করে মানুষকে জানাতে হবে।
তিনি আর ও বলেন ডিসেম্বর -জানুয়ারী এ দু,মাস এডিস মশার উপদ্রব বেশী থাকে, সে জন্য সরকারের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন। তিনি বলেন তিন দিনের একদিন জমা পানি ফেলে দিন। তিনি আর ও বলেন, সচেনতায় মানুষকে অনেক উপরে নিয়ে যায়। তিনি আর ও বলেন বিল্ডিং এর ছাদের উপর ফুলের টব,ঘরের চর্তূর দিকে নারিকেল এর খোসা, গাড়ির টায়ার এ গুলোতে পানি জমে ডেঙ্গুর লারবা জমে এডিস মশার সৃষ্টি হয়, এ গুলি পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগ এর সভাপতি নাছির উদ্দিন আহমেদ ভূইয়া বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সে জন্য পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের একান্ত কর্তব্য।
বিশেষ অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল বক্তব্যে বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগে হাসোতাল গুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে , গোয়াল ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা সবাই মিলে দেশটাকে বাচাই। এ ছাড়া বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী প্রমূখ। এ ছাড়া জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের অনেককেই অনুপস্থিত লক্ষ্য করা গেছে।