আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে যুবলীগ নেতার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা নজরুল ইসলাম (৪৫) নামে এক বিএনপির নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ নভেম্বর) আমিনবাজার ইউনিয়নের বলিয়ারপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি রাজধানীর পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
ওসি বলেন, বিএনপি নেতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, নজরুল ইসলাম বেশ কিছুদিন ধরে বলিয়ারপুরে স্থানীয় যুবলীগের এক নেতার আত্মীয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তাঁকে আটক করে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।