বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি চাঁদপুর পুলিশ সুপারের শ্রদ্ধা

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পঠিত হয়েছে
মানিক দাস// বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তিযোদ্ধের স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুষ্পস্তবক অর্পণ করেন।
দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটি পালন করে।
এছাড়া পুলিশ সুপার মুক্তিযোদ্ধের  স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ এবং ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ ইয়াসির আরাফাত,ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com