শনিবার, ২৮ জুন ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
সিকোটেক্সে এগ্রো লিমিটেডের পুষ্টিকর ড্রাগন ও মাল্টা শোভা বর্ধন করেছে চাঁদপুরের ফল পুষ্টি ও বৃক্ষ মেলায় কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা চাঁদপুরে  ৫২ কেন্দ্রে ১৮ হাজার পরীক্ষার্থী অংশ নেবে হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে  ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক  চাঁদপুরে ফল, পুষ্টি ও বৃক্ষমেলা ২০২৫ উদ্বোধন পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করতে বৃক্ষরোপণ জরুরী   …………….জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৪টি প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা। যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক করেছে বিজিবি চাঁদপুর ডিএনসি” র অভিযানে ১ মাদকেবীর কারাদণ্ড  বীরগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মতলব উত্তরে শশুড় বাড়ি যাওয়া হলো না মজনু মিয়ার  চাঁদপু‌রে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে ‌চি‌হ্নিত ৬ কিশোরগ্যাং সদস‌্য আটক

মতলব উত্তরে দোকান ভাংচুর ও লুটপাটের মিথ্যা অভিযোগের প্রতিবাদ

  • আপডেটের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত হয়েছে
সুমন আহমেদ :
মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের সটাকী বাজারে গত
(১৬ ডিসেম্বর) গভীর রাতে জীবন ঢালীর দোকানে লুটপাট ও   ভাংচুর হয়।
প্রতিদিনের মত দোকান বন্ধ করে জীবন ঢালী রাতে ঢালী  বাড়ীতে চলে যায়, ভোর রাতে সটাকী খেয়া ঘাটের মাঝি খেয়া পারাপারের জন্য বাজারে এসে দেখতে পান জীবন ঢালীর দোকানের শার্টার ভাংঙ্গা দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে।
খেয়া ঘাটের মাঝি দোকানদার জীবন ঢালীকে ফোন দেন,
পরর্বতীতে জীবন ঢালী বাজারে এসে থানায় ফোন দেয়, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারপর সটাকী বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লাও বাজারে অন্যান্য দোকানদার নিয়ে ঘটনাস্থলে যান।
উল্লেখ্য (১৭ ডিসেম্বর) সটাকী বাজারের দোকানদার কামাল ঢালী ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আমির হোসেন কালু এঘটনা ঘটিয়েছেন।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লা, সাবেক সভাপতি গোলাম রসূল বেপারী, ইউপি সদস্য আলমগীর কবিরাজ, ব্যবসায়ী নান্নু মিয়াজী, লনী শিকদার ,শওকত বেপারী, জামান মিয়াজী, আব্দুল মালেক, ইকবাল ফকির, ফজর আলী মোল্লা, রিপন সর্দার সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা কামাল ঢালীর এরকম কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
এসময় সটাকী বাজারের সভাপতি মিজানুর রহমান মোল্লা বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে সটাকি বাজারের কামাল ঢালী তার নিজস্ব ফেইসবুক আইডিতে তার দোকান লুটপাট ও ভাংচুর করা হয়েছে বলে বাহাদুরপুরের আমির হোসেন কালুর নাম ও ছবি ব্যবহার করেন যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, আমির হোসেন কালু ভালো মানুষ, গ্রামে সমাজ সেবায় নিয়োজিত থাকেন, কামাল ঢালীর এরকম ঘটনার নিন্দা জানাই।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত জীবন ঢালী বলেন, কে বা কারা রাতের আধারে আমার দোকানে চুরি ও ভাংচুর করেছে আমি দেখিনি, এবং আমি কাউকে দোষী করিনি। কিন্তুু আমার চাচাতো ভাই কামাল ঢালী তাহার দোকান চুরি ও ভাংচুর হয়েছে এবং আমির হোসেন কালূ এ ঘটনা ঘটিয়েছে বলে তাহার ফেইসবুক আইডিতে মিথ্যা প্রচারনা করেছেন।
আমির হোসেন কালু ভাই খুব ভালো মানুষ, উনি আমার ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন, এবং আমাকে পুনরায় ব্যবসায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আমি আমির হোসেন কালুকে নিয়ে মিথ্যা অভিযোগ ছড়ানোর বিরুদ্ধে নিন্দা জানাই।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com