বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন.

তাহিরপুর সীমান্তে কয়লা পাচাঁরের সময় যুবককে গণধৌলাই: প্রশাসন নিরব

  • আপডেটের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে প্রতিদিন সরকারের কোটিকোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে কয়লা ও চুনাপাথরসহ চিনি, সুপারী, গরু, ছাগল, মদ, গাঁজা, ইয়াবা, নাসির উদ্দিন বিড়ি, মোটর সাইকেল ও অস্ত্রসহ বিভিন্ন মালামাল পাচাঁর করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়-  শুক্রবার (২৯ ডিসেম্ভর) সন্ধ্যায় তোতলা বাহিনীর সদস্য একাধিক মামলার আসামী আইনাল মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, রিপন মিয়া, শামসুল মিয়া, শরাফত আলী ও আনোয়ার হোসেন বাবলুগং পৃথক ভাবে জঙ্গলবাড়ি, লামাকাটা, কলাগাঁও, এলসি পয়েন্ট, বাঁশতলা ও লালঘাট এলাকা দিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের কয়লা পাচাঁর করে বিভিন্ন বাড়িঘরের ভিতরে লুকিয়ে রাখে। এমতাবস্থায় তোতলা বাহিনীর সদস্য আইনাল মিয়া ভাতিজা জাকির মিয়াসহ ৩-৪জন মিলে কলাগাঁও ছড়া দিয়ে ভারত সীমান্তে অবস্থিত গারো বস্তিতে গিয়ে নারীদের ওপর হামলা করে। তখন গারোরা ওই যুবকদের ধাওয়া করে এবং জাকির মিয়াকে ধরে গণপিটুনী দেয়। এখবর জানা জানি হওয়ার পর বিজিবির সহযোগীতায় স্থানীরা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসা দেয়। আর অন্য যুবকরা সুকৌশলে পালিয়ে যায়। তবে চারাগাঁও ক্যাম্পের পাশে অবস্থিত তোতলা বাহিনীর সদস্য রফ মিয়া ও তার সহযোগীদের একাধিক ডিপুসহ জঙ্গলবাড়ি, কলাগাঁও, লামাকাটা, লালঘাট ও বাঁশতলা এলাকায় অভিযান পরিচালনা করলে কমপক্ষে ৫কোটি টাকার অবৈধ কয়লা উদ্ধার করা সম্ভব হবে বলে জানা গেছে।
এব্যাপারে শুল্কস্টেশনের একাধিক ব্যবসায়ী সূত্রে জানা গেছে- গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্ভর) ভোর ৫টায় এই সীমান্তের লালঘাট ও বাঁশতলা এলাকা দিয়ে প্রায় ২শ মেঃটন ও গত বুধবার (২৭ ডিসেম্ভর) ভোরে কলাগাঁও, জঙ্গলবাড়ি ও লামাকাটা এলাকা দিয়ে প্রায় ৮শ মেঃটন কয়লা পাচাঁর করে তোতলা বাহিনীর সদস্য একাধিক মামলার আসামী আইনাল মিয়া, রফ মিয়া, সাইফুল মিয়া, রিপন মিয়া, আনোয়ার হোসেন বাবলু, শামসুল মিয়া ও শরাফত আলীগং। পরে পাচাঁরকৃত ১ ট্রলি (৫ মেঃটন) অবৈধ কয়লা থেকে পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে ৭ হাজার টাকা করে চাঁদা উত্তোলন করে সোর্সরা। কিন্তু এসব বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জোড়ালো কোন পদক্ষেপ না নেওয়ার কারণে অসহায় হয়ে পড়েছে এই সীমান্তের ৩ শুল্কস্টেশনের বৈধ ব্যবসায়ীরা। তাই সংশ্লিস্ট প্রশাসনের উপরস্থ কর্মকর্তাদের সহযোগীতা জরুরী প্রয়োজন বলে জানিয়েছেন বৈধ ব্যবসায়ীরা।
এব্যাপারে জানতে চারাগাঁও বিজিবি ক্যাম্পের সরকারী মোবাইল (০১৭৬৯-৬১৩১২৬) নাম্বারে কল করলে কমান্ডার মোতালিব খান বলেন- আমি কি করব না কবর সেটা আমার ব্যাপার, আপনাকে তা বলতে বাধ্য না আমি আপনার চাকরি করিনা। তাহিরপুর থানার ওসি কাজী নাজিম উদ্দিন বলেন- আমাদের থানা-পুলিশের কোন সোর্স নাই। রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচাঁরকৃত মালামাল বন্ধ করার দায়িত্ব বিজিবির। তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে অবৈধ কাজকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com