বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

হাজীগঞ্জে ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা! ডেন্টাল কেয়ার সিলগালা।

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বার পঠিত হয়েছে

আনোয়ার হোসেন মানিক
হাজীগঞ্জ বাজারের ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত এবং ডেন্টাল কেয়ার নামে একটি ডেন্টাল চিকিৎসা কেন্দ্র সিলগালা করা হযেছে।
বুধবার (২৪ জানুয়ারী) হাজীগঞ্জ বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈমসহ উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সামছুল আলম রমিজসহ অন্যান্য কর্মকর্তাগনের উপস্থিতিতে অভিযানে পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাছান মানিক জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৫২ ও ৫৩ ধারায় লাইসেন্স নবায়ন না থাকা ও সার্টিফিকেট ছাড়া নার্স নিয়োগসহ নানান অনিয়মের অভিযোগে হাজীগঞ্জ পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, ভিআইপি হাসপাতালকে ৪০ হাজার টাকা, নিশাত হসপিটাল এন্ড ডিজিটাল ডায়গনষ্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, আল-রাজি ডায়গনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা হরা হয়েছে। সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও হাজীগঞ্জ মধ্য বাজারে অবস্থিত ডেন্টাল কেয়ার নামে দন্ত চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মো. বিল্লাল হোসেন ও ডাক্তার পেয়ারা বিল্লাল মোবাইল কোর্ট দেখে চেম্বার থেকে পালিয়ে যাওয়ায় দন্ত চিকিৎসা কেন্দ্র ডাক্তার মো. বিল্লাল হোসেনের চেম্বারটিকে সিলগালা করে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম জানান, ডেন্টাল কেয়ার নামে দন্ত চিকিৎসা কেন্দ্রের ডাক্তার মো. বিল্লাল হোসেন ও ডাক্তার পেয়ারা বিল্লাল মোবাইল কোর্ট দেখে চেম্বার থেকে পালিয়ে যাওয়ায় দন্ত চিকিৎসা কেন্দ্রটি প্রাথমিক ভাবে সিলগালা করা হয়েছে। এ ছাড়াও ডা. বিল্লাল হোসেন নিজের নামের সাথে সার্জন লিখে রোগীদের সাথে প্রতারণা করছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com