1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

গোমস্তাপুর উপজেলা সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪২ বার পঠিত হয়েছে
ছোটন সরদার
জাতীয় আদিবাসী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা শাখার ত্রিশ তম সম্মেলন ও কমিটি গঠন হয়েছে।১২ মার্চ মঙ্গলবার বিকাল তিনটায়, শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মলন অনুষ্ঠিত হয়।বাবু লাল টপ্প্যর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধী,গোমস্তাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ূন রেজা, চেয়ারম্যান, ও মোঃহাসানুজ্জামান (নুহু) ভাইচ চেয়ারম্যান, গোমস্তাপুর উপজেলা পরিষদ। গনেশ মার্ডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। বিমল চন্দ্র রাজোয়াড় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রাজশাহী জেলা কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ। উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক প্রধান শিক্ষক, শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়।সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মিঃবিরেন বেসরা,আহবায়ক- চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় আদিবাসী পরিষদ। আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সহ নয়দফা দাবী আদায়ের লড়াই সংগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ দীর্ঘদিন রাষ্টীয় সংবিধান মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করছে।তবুও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি।এখনও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ  স্বাধীন সার্বভোমত্ব দেশে সমান অধিকারে মূলধারায় অবস্থান করতে পারেনা।এখনও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে,ভূমিদস্যুরা এখনও  জমি জাল করছে।এসকল অত্যাচারিদের হাত থেকে বাচতে আদিবাসীদের এক হয়ে লড়াই সংগ্রামকে বেগবান করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ পত্যয় ব্যাক্ত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে প্রতিানিধী, যুব উন্নয়ন অফিসার মোঃপারভেজ বলেন আদিবাসীদের অধিকার আদায় ও নিশ্চিত করতে অব্যশই সুশিক্ষিত হতে হবে,এজনগোষ্ঠীর মানুষের শিক্ষার হার কম থাকায় অন্যজনের শরনাপন্ন হলে আর্থিক ও নানা ধরনের হয়রানির স্বীকার হতে হয় এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেফালি কেওয়াকে সভাপতি। অনুকুল বর্মনকে সাধারণ সম্পাদক  ও বিরেন বেসরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ও একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews