1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান আখি নির্বাচিত চাঁদপুরের ২ মতলবে ঘোড়া ও দোয়াত কলমের জয় চাঁদপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার পদ্মফুলের গনসংযোগ চাঁদপুরের মতলব উত্তরে ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ, পরে মৃত্যু মতলব উত্তরে সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে: প্রতিমন্ত্রী বৈশাখী মেলায় রংয়ের ঢুলের কনসাট ও মেঘনা থিয়েটারের নাটক মঞ্চস্হ ৮ মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ  মতলব উত্তরে প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনা, স্বর্ণালংকার লুট নবাবগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত। 

স্বর্ণের ব্যবসার আড়ালে রমরমা সুদের ব্যবসা নিয়মনীতির তোয়াক্কা না করেই মতলব উত্তরে বৃদ্ধি পাচ্ছে জুয়েলারি ব্যবসা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৬১ বার পঠিত হয়েছে
সুমন আহমেদ :
দেশের গুরুত্বপূর্ণ ব্যবসা সেক্টরের মধ্যে স্বর্ণ(গোল্ড) ব্যবসা অন্যতম। তারা সরকারকে যেমন রেভিনিউ দিচ্ছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি করে চলছে। নিয়মনীতির তোয়াক্কা না করে যখন দিনের পর দিন ব্যবসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই পরিমানে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, স্বাধীনতার পরে মতলব উত্তরে হাতে গোনা কয়েকটি জুয়েলারি দোকান ছিল। তারা সুনামের সহিত ব্যবসা করেছিল। কিন্তু ৯০ দশকের পর হু-হু করে বেড়েই চলছে জুয়েলারি ব্যবসা। ঠিক তখনই ঘটে নানা ধরনের বিপত্তি। বর্তমানে পুরো উপজেলায় প্রায় দেড়’শতাধিক জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারমধ্যে পৌরসভার ছেংগারচর বাজার সর্বাধিক।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার আমিরাবাদ বাজার, জনতা বাজার, সাহেব বাজার, সুজাতপুর বাজার, কালিপুর বাজার, কালির বাজার, সটাকী বাজার, দূর্গাপুর বাজার, নিশ্চিন্তপুর বাজার, বউ বাজার, চৌরাস্তা, নন্দলালপুর বাজার, মোহনপুর বাজার, পৌরসভার ছেংগারচর বাজারের অলি-গলিসহ প্রায় ছোট-বড় সকল বাজারেই এসব জুয়েলারি ব্যবসা বিদ্যমান।
এসব ব্যবসায়ীদের মধ্যে কেহ করেন আবার হুন্ডির (সুদ) ব্যবসা। আবার কেউ কেউ সাইনবোর্ড হাকিয়ে বড় বড় ব্যবসায়ীদের দালালি করেন। অথচ হুন্ডির ব্যবসার কোন বৈধতা নেই। একাধিক হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে। তারা সুদের টাকার জন্য মানুষের গরু-ছাগল, এমনকি ভিটে-মাটি বিক্রি করারও অভিযোগ রয়েছে। এসব ব্যবসায়ীদের মধ্যে ছেংগারচর বাজারের কয়েকজন ব্যবসায়ী রয়েছেন সবার শীর্ষে। তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিগত সময়ে অনেক জুয়েলারি ব্যবসায়ী অসহায় মানুষদের টাকা মেরে দিয়ে বিদেশেও পাড়ি জমিয়েছেন।
তার মধ্যে ছেংগারচর বাজারের মা-মনি স্বর্ণ শিল্পালয়ের মালিক বিকাশ প্রায় অর্ধকোটি টাকা নিয়ে এক মাস আগে পালিয়ে ইন্ডিয়া পাড়ি জমান। তবে এধরণের অভিযোগ উপজেলার সকল ছোট-বড় বাজারেই। সূত্রে আরো জানা যায়, আরো কিছু ব্যবসায়ী পালিয়ে যাওয়ার পথে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়েলারি ব্যবসায়ী বলেন, আমাদের কাছে অনেক কর্মচারী কাজ শিখে এলাকায় গিয়ে দোকান দিয়ে বসেন। নিয়ম-কানুন কিছুই জানেনা। করেন আবার সুদের ব্যবসা। তখনই নানান ধরনের অভিযোগ উঠে আসে।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা জুয়েলারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী বিকাশ জানান, আমার জানামতে অনেকেই জুয়েলারি ব্যবসা করেন। আমাদের এসোসিয়েশনে সদস্য আছে প্রায় ৭৬ জনের মত, তবে নতুন অনেককেই আমরা সদস্য পদ দিচ্ছি না। তাদের ব্যাপারে অনেক অভিযোগ আছে আমাদের কাছে। এরা অনেকেই চোরাই স্বর্ণের ব্যবসা করেন। এবং সুদের বিপরীতে জিনিস (স্বর্ণ) গায়েব করে ফেলেন। আমরা চাই সরকার এ ব্যাপারে একটি পদক্ষেপ গ্রহণ করুক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews