শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ফলোআপঃ কচুয়ায় সরকারি খালের উপর জোরপূর্বক ব্রীজ নির্মানের স্থান পরিদর্শন করলেন ইউএনও

  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ১৩৭ বার পঠিত হয়েছে
কচুয়ায় সরকারি খালের উপর জোড়পূর্বক অবৈধ পাকা ব্রিজ নির্মান কাজ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।

নিজস্ব প্রতিনিধিঃ “কচুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি খালের উপর জোরপূর্বক ব্রীজ নির্মান” শিরোনামে দৈনিক চাঁদপুরের স্থানীয় বেশকয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অবৈধ ব্রীজ নির্মানের স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।

সোমবার পৌরসভার কাশিমপুর সড়কের পলাশপুরে অবস্থিত হারুন এভিনিউ মসজিদ এবং তালুকদার বাড়ির সামনের সরকারি প্রবাহমান খালের উপর সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এ পাকা ব্রিজ নির্মানের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, কচুয়া পৌরসভা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোহাম্মউল্লাহ, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তানিয়া বেগমসহ সংশিষ্ট কর্মকর্তা বৃন্দ।

পরিদর্শনকালে পৌরসভার জনৈক আলমগীর হোসেন মৃধা সরকারি প্রবাহমান খালের উপর ব্যক্তি উদ্যোগে ব্রীজ নির্মানের বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার কড়ইশ নিবাসী আলমগীর হোসেন মৃধাকে অবৈধ এ ব্রীজটির মধ্যখানের ভার্টিকেল ওয়াল ভেঙ্গে ব্রীজ নির্মানের জন্য সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নেয়ার আদেশ প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অবসরপ্রাপ্ত এক প্রকৌশলী বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী শহর -উপশহরের আশ পাশে প্রবাহ মান খালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্রীজ নির্মান না করার আদেশ রয়েছে।

প্রবহমান এ সরকারি খালের ২ কিলোমিটারের মধ্যে গত ১ বছরে ব্যক্তি উদ্যোগে ৬টি অবৈধ ব্রীজ নির্মিত হয়েছে। এভাবে ব্রীজ নির্মানের ফলে মৎস্য চাষ, মাছ উৎপাদন, পানির প্রবাহ, বর্জ্য নিষ্কাশনের সকল পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। এভাবে ব্রীজ নির্মান হতে থাকলে র্অপ সময়ের মধ্যে প্রবাহমান এ খালটির কোন অস্তিত্ব থাকবে না।

স্থানীয়রা জানান, প্রবাহমান এই খালে সরকারের বিউটিফিকেশন লেক প্রকল্প হওয়ার কথা থাকলেও যে হারে ব্যাক্তি মালিকানাধীণ ব্রীজ নির্মান এবং খাল দখল চলছে তাতে করে একদিন এ খালটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

স্থানীয়রা জানান, প্রবাহমান এ খালটি সরাসরি ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত। ফলে এ খালের উপর অবৈধভাবে ব্যক্তি উদ্যোগে ব্রিজটি নির্মিত হলে পানি চলাচলে ব্যাঘাত ঘটবে এবং সকল ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যাবে। উপজেলা প্রশাসন ও পৌরসভার কতৃত্বের ভূমিকাকে পূজি করে একটি সিন্ডিকেট নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রবাহমান খাল দখল করে ব্রীজ নির্মানের পুরোদমে খাল দখল ও ব্রীজ নির্মান করে চলছে।

কচুয়ায় প্রবাহমান সরকারি খালের উপর ব্রীজ নির্মানের কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন এ বিষয়ে পরে কথা বলবেন ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com