সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

শারদীয় দুর্গা পূজায় চাঁদপুর মডেল থানার  অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার  নির্দেশনা

  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // শারদীয় দুর্গা পূজা  উপলক্ষে চাঁদপুর মডেল থানা পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্হা নিয়েছে। পাশাপাশি পূজা মণ্ডপ কমিটির প্রতি চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া  বেশ কিছু গিমুরুত্বপূর্ণ দিক  নির্দেশনা প্রদান করেছেন।
তিনি বলেন, পূজা মণ্ডপে কোন ধরনের অন্যায় অপরাধকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবেনা।  দূষ্কৃতিকারীরা যেন চাঁদপুর সদর উপজেলার  কোন পূজা মণ্ডপে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য চাঁদপুর মডেল থানা পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। নৈরাজ্য সৃষ্টি কারিকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। সদরের  সকল  ৩৫ টি  মন্ডপেও কমপক্ষে ৩টি করে হলেও  সিসি ক্যামেরা স্হান করতে হবে  বাধ্যতা মুলক ভাবে। যে সব মণ্ডপে সিসি ক্যামেরা স্হাপন করা হয়নি তারা পূজা শুরুর আগেই সিসি ক্যামেরা স্হাপনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের পূজার  নিরাপত্তার কথা চিন্তা করে আপনারাই সিসি টিভির স্হাপন করবেন।আমরা চেষ্টা করবো প্রতিটি পূজা মণ্ডপে কম পক্ষে ১ অফিসার ও ৩  জন করে পুলিশ সদস্য দেয়ার ব্যবস্হা করবো। কারণ আনসার সদস্যরা মণ্ডপে থাকবে।যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে যেন ওই পুলিশ সদস্য তাৎক্ষনিক আমাদের বা উদ্ধতন কর্মকর্তাকে মোবাইল করে জানাতে পারে সে জন্য। অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে থানা থেকে পর্যাপ্ত পরিমান রক্ষাকারী বাহিনীর সদস্য মন্ডপে নিয়োগ করা হবে। প্রতিটি মণ্ডপে রেজিস্ট্রার খাতা রাখতে হবে। তাতে স্বেচ্ছাসেবকদের স্বাক্ষর ও  অফিসারগণ পরিদর্শন করে স্বাক্ষর করবে।  প্রতিটি মন্ডপে নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। আমরা থানা থেকে এ বছর ৬ টি মোবাইল টিম প্রস্তুত রেখেছি। তারা পূজার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সদর উপজেলার মণ্ডপ গুলোতে নজরদারি রাখবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com