মানিক দাস // সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা ৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে । দুর্গাদেবীর পঞ্চমী বিহীত পূজা ও অধিবাসের মধ্যদিয়ে ৬ সেপ্টেম্বর রাতে ঘট বসানোর মাধ্যমে ৫ দিন ব্যাপী দূর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। এ বছর চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় ২২০ টি পূজা মন্ডপের দেবী মায়ের ভক্তদের মাঝে অন্যান্য বছরের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। বুধবার মহালয়ের মাধ্যমে দেবীদুর্গা পা রাখেন মর্ত্যলোকে।
আজ ৮ অক্টোবর ষষ্ঠীতে হবে দেবীর বোধন, ৯ অক্টোবর মহাসপ্তমী, ১০ অক্টোবর মহাষ্টমী, ১১ অক্টোবর মহানবমী ও দশমী পূজা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী শারদীয় দূর্গোৎসবের। এ বছর দেবী দোলায় আগামন, ঘোটকে গমন করবেন।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২২০ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হবে। চাঁদপুর সদর উপজেলায় পৌর এলাকায় ৩৫ টি ও ইউনিয়নে ৬ টি, হাইমচর উপজেলায় ৬ টি, মতলব উত্তর উপজেলায় ৩৪ টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩২ টি, হাজীগঞ্জ উপজেলায় ২৯ টি, শাহরাস্তি উপজেলায় ১৯ টি, কচুয়া উপজেলায় ৩৯ টি ও ফরিদগঞ্জ উপজেলায় ২১ টি সহ মোট ২২১ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিমা শিল্পী জীবন পাল, গোবিন্দ পাল ও উজ্জল শর্মা চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে দূর্গা প্রতিমা তৈরি করেছে।তারা শেষ মুহুর্তে এসে রঙের ছোঁয়ায় প্রতিমাকে সাজিয়ে তুলেছে । দেবীকে সুন্দর করে সাজিয়ে তুলে রাতেই মন্ডপে মন্ডপে তা বসানো হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাহার মিয়া বলেন,চাঁদপুর সদর উপজেলার ৪১টি পূজা মন্ডপে সুষ্ঠ ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে আমরা সচেষ্ট রয়েছি। যেকোন অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর সর্বজনীন শারদীয় উৎসব করতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।