সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন ঢাকা রামপুরা গ্রেপ্তার

  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কোটা সংস্কারের আন্দোলনে ১৯ জুলাই রামপুরা বনশ্রী এলাকায় ছোড়া গুলিতে হাসিব আহাসান (৫০) নামে একজন হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় নিহত হয়।

 

পরবর্তীতে নিহতের প্রতিবেশী মাসুদ রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহজনক ইকবাল আজিজ শাহীনকে গত রবিবার রাত সাড়ে ১টায় রামপুরা থানাধীন বাসা নং-৩৩১/৯/এ, টিভি লিংক রোড, পূর্ব রামপুরাস্থ বাসা থেকে গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ।
সে কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের এম এ মান্নানের ছেলে। কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব রয়েছেন।
গতকাল সোমবার রামপুরা থানা মামলা পুলিশ প্রহরায় ইকবাল আজিজ শাহীনকে ঢাকা মহানগর আদালতে প্রেরণ করা হয়। মামলার নং-০৪ তারিখ ০৩/০৯/২০২৪।
ঢাকা ডিএমপি উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মাধ্যমে জানা গেছে, গত ১৯ জুলাই রামপুরা বনশ্রী এলাকায় ছাত্র জনতা কোটা সংস্কারের পক্ষে মিছিল বের হয়। আন্দোলনকারীদের উপর ছোড়া এলোপাতাড়ি গুলি এসে বাদীর প্রতিবেশী নিহত হাসিব আহসানের নাক ও চোখ ভেদ করে ঢুকে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই হাসিব আহাসান মৃত্যুবরণ করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com