সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনে কার্যক্রম শুরু চাঁদপুরের পুরানবাজারে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ০৩ (তিন) প্রতিষ্ঠানকে অর্থদণ্ড। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান আর নেই মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল  আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবীতে  চাঁদপুরে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন  বাবুরহাট মতলব-পেন্নাই সড়কে  মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু  আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি 

মতলে দক্ষিণে স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের কর্মবিরতি ॥ রোগীদের দুর্ভোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দফা দাবিতে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলেছে।
৮ অক্টোবর সকাল ৯টা ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে নার্সদের এই কর্মবিরতি শুরু হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের সংখ্যা ৩০। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রাফিয়া আক্তার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, নার্সদের কর্মবিরতির ফলে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।
সকাল ১০টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানকার নারী ও শিশু ওয়ার্ডসহ আরও বিভিন্ন ওয়ার্ডে নার্সদের উপস্থিতি নেই। নার্সদের কর্মবিরতি থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মুহিবুল্লাহ সৌরভ বলেন, নার্সদের কর্মবিরতির কারণে তাঁর হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে কর্মবিরতি চলাকালে বিকল্প ব্যবস্থায় জরুরি প্রয়োজনে রোগীদের সেবা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com