সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনামূলক বাজার মনিটরিং করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারে সচেতনামূলক বাজার মনিটরিং করা হয়েছে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার ছেংগারচর বাজারে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি যাতে বা হয় সেজন্য প্রাথমিকভাবে ব্যবসায়ীদের কে সতর্ক করে দেওয়া হয়েছে। বাজার মনিটরিং এ মতলব উত্তর থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।