বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর আদালতে হাজিরা দিতে গিয়ে হৃদরোগে বাদীর মৃত্যু  মতলব উত্তরে অটোরিকশা চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা মতলব উত্তরে জমিয়তে উলামায়ে ইসলামের দায়িত্বশীলদের মতবিনিময় সভা  বীরগঞ্জে কে এই রফিকুল ইসলাম? জাল সার্টিফিকেটে ২৩ বছরের শিক্ষক. চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মেডিল্যাব ডায়াগনিক সেন্টার কে ১০হাজার টাকা জরিমানা। চাঁদপুরে মেঘনা নদীতে নিখোঁজের চার ঘণ্টা পর বৃদ্ধের লা-শ উদ্ধার চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে চার মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা  মতলব উত্তরে মেঘনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০৬ টি চায়না দুয়ারী চাই সহ আরও অন্যানা অবৈধ জাল জব্দ নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদ

আশুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকারসহ নগদ টাকা উদ্ধার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির।

এর আগে বুধবার বিকেল ডিএমপির কামরাঙ্গীরচর ও সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাতদলের মূলহোতা রফিক (৪০), সে কুমিল্লা জেলার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার আব্দুল হামিদের ছেলে, শরীয়তপুর জেলার পালং থানার চরসন্ধী এলাকার মৃতঃ জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ডিএমপির কদমতলী এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০), ও ফরিদপুর জেলার বোয়ালমারী কুন্দাইদা এলাকার মোঃ শামছুলের ছেলে মোঃ রুবেল (৩০)।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৬ অক্টোবর রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার সার্জেন্ট (অবঃ) মোঃ জহিরুল ইসলাম এর বাসায় ০৮/১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর ওয়ালের সাথে থাকা ১ তালা বাড়ীর ছাদে উঠে ছাদের সিড়ির কেচি গেটের তালা ভেঙ্গে বাসায় প্রবেশ করে।

বাসায় উপস্থিত থাকা নারী ও শিশুদের কে জিম্মি করে সর্বমোট ২ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ৩২ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়। ঘটনার দিন বাসায় কোন পুরুষ লোক ছিল না এবং বাসার একমাত্র পুরুষ সদস্য মোঃ জহিরুল ইসলাম ৪০ দিনের চিল্লায় গিয়েছিলন।

পরবর্তীতে এ বিষয়ে জহিরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি  মামলা দায়ের করেন। পরে ক্লুলেস চাঞ্চল্যকর এই মামলাটির তদন্ত শুরু করে থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহযোগিতায় ঘটনার সহিত জড়িত ৮ জন ডাকাত কে শনাক্ত করতে সক্ষম হয়।

সেই ধারাবাহিকতায় গতকাল বিকেলে থানা পুলিশের একটি আভিযানিক দল ডিএমপি কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেপ্তার ওহাবের দেওয়া তথ্য মতে আন্তঃজেলা ডাকাত দলের সরদার রফিককে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা হতে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়।

পরে রফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া তার নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করে অত্র মামলার লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য এবং তাদের দলের সর্দার রফিক। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com