মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মাতৃছায়া হাসপাতালকে কে ২০হাজার টাকা জরিমানা। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর  হামলায় কিশোরের মর্মান্তিক মৃত্যু// লেকের পানি থেকে উদ্ধার  সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান মতলবে ৫ সন্তানের জননী কে হত্যা // সেপটি ট্যাংকি  থেকে লাশ উদ্ধার // ঘাতক স্বামী পলাতক  মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভায়  ইনসাফ ও ন্যায়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা মতলব উত্তরে তিন হাজার একর কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা অস্থিরতা ও সহিংসতা প্রতিরোধে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই — তোফায়েল আহমেদ মতলব উত্তরে পুকুর থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার করছে থানা পুলিশ চাঁদপুরে মসজিদে প্রবেশ করে খতিবকে কুপিয়ে রক্তাক্ত জখম ফরিদগঞ্জে বাগান থেকে তিন সন্তানের জনকে  মরদেহ উদ্ধার

আলু মুড়ায় কৃষি জমি দখল নিতে ফসলী জমিতে হাল চাষ

  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ঃ
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামের মুত শেকান্তর গাজীর ছেলে মোঃ অলিউল্লাহ গাজী (৭০) এর পত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্য আবাদি জমির ফসলের উপর হালচাষ করার অভিযোগ পাওয়া গেছে। ১ নভেম্বর একক ভাবে ওয়ারিশের সম্পত্তি দাবি করে দখলে নেওয়ার পায়তারা করছেন ওয়ারিশ দাবিদার আশিকাটির সেনগাঁওয়ের মৃত হোজনী বেগমের ছেলে বাসু মিজি (৫০), জাকির মিজি (৪২), কাউছার মিজি(৩৮, মৃত নুরি বেগমের ছেলে ইব্রাহীম প্রধানীয়া(৬২), দেলোয়ার প্রধানীয়া (৪৫) সাং বাহের খলিশাডুলি, মৈশাদী ইউনিয়ন চাঁদপুর সদর।
জানা যায়, আলিউল্ল্যাহ গাগী এবং সফিউল্ল্যাহ গাজী, তাদের দুই বোন মৃত হোজনী বেগম , মৃত নুরি বেগম, তাদের ওয়ারিশগন জোরপূর্বক বার বার একই দাগে, একটি মূল্যবান জমি দখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। একাধিকবার তারা শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া মৌজায় ৩০ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে একাধিকার দেনদরবার হয়েছে বলে ভুক্তভোগী অলিউল্ল্যাহ পরিবার জানিয়েছেন। প্রতি বছরের মত এ বছরও এ সম্পত্তিতে তারা সাক সবজি চাষ করা হলে তিন তিন বার ফসল নষ্ট করে এর উপর ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে ফেলে প্রতিপক্ষরা।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও তারা কোনো ভ্রূক্ষেপ না করে জমি জবর দখলের চেষ্টা চালায়।
ওয়ারিশসূত্রে জমি দাবিদার অলিউল্ল্যাহ পরিবারকে তাদের চাষীজমিতে উচ্ছেদ করতে ফসল নষ্টসহ ভয়ভীতি দেখাচ্ছেন তারা। অলিউল্ল্যাহ পরিবার ওয়ারিশ দিতে রাজি থাকা সত্ত্বেও তারা শাহমাহমুদপুরের আলুমুড়ার ৩০ শতাংশ জমি একক ভাবে নিতে মরিয়া হয়ে উঠে বার বার ফসলী জমি নষ্ট করছে। জমিতে চলতি বছরের বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে লাল সাক বুনেছিলেন ভুক্তভোগী চাষিরা। কিন্তু ফসল ঘরে তোলার আগেই স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ওই জমি দখল নেওয়ার জন্য ফসল নষ্ট করা হয়েছে । জমির ফসল হারিয়ে এখন দিশেহারা অলিউল্ল্যাহ পরিবার।

 


ভুক্তভোগীদের অভিযোগ, এ সম্পত্তি তাদের পৈত্রিক সম্পত্তির হিসেবে জমির মালিক হন তারা। সর্বশেষ হালনাগাদ খাজনাও দিয়েছেন তারা। এরপরেও, গত কয়েক বছর ধরে তাদের সম্পত্তি দাবি করে জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠেন ওয়ারিশদাবিদারগন। জমির বৈধ কাগজ পত্র অনুযায়ী মালিক ও তারা। ভ্ক্তুভোগীরা একটু নিরিহ হওয়ার কারনে বার বার জোর খাটাচ্ছে তারা। এ হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য বার বার তারা সমাজ প্রতিদের ধারস্থ হয়ে এখনও সমাধান পায়নি তারা। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com