সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

চাঁদপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করার লক্ষে এবং নিষিদ্ধ পলিথিন উপরে বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে এবং মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন কারণে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড এবং ৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

সোমবার (০৪ নভেম্বর) বিকালে শহরের ওয়ারলেস বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

অভিযানে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারি পরিচালক মো. নুর হোসেন বলেন, শহরের ওয়ারলেস বাজারে ৩ টি দোকানে মূল্যতালিকায় অসামঞ্জস্য থাকায় এবং পণ্যের দাম বেশি থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, এ মাসের ১ তারিখ থেকে পলিথিন নিষ করা হয়েছে। তারই ধারাবাহিকতা আজকের অভিযানে একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদানকরা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরে একইদিনে আলু ব্যবসায়ীদের অভিযোগোর ভিত্তিতে শহরে মনোহরখাদী কোল্ড স্টোরেজের অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ব্যবসায়ীদেরকে ক্রয় বিক্রয়ের রশিদসহ বিভিন্ন নির্দেশনার সাথে কঠোরভাবে সর্তক করে দেয়া হয়।

এসময় অভিযানে বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়াসহ জেলা পুলিশ একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com